Heartiest congratulations dear President of Lobbi Rahmans Cooking Foundation, Lobbi Rahman apu

বিগত ১৬ বছরের ঐতিহ‍্য ধরে রেখেও ব‍্যতিক্রমী প্রথম পদক্ষেপ “ ফেরিওয়ালী উদ‍্যোক্তা মেলা ২০২৪” অনুষ্ঠিত হয়ে গেল অত‍্যন্ত সফলতার সাথে জাকজমকময়ভাবে আপনার ঐকান্তিক চেষ্টায় আমাদের সম্মানিত সেন্ট্রাল কমিটির সদস্যদের সহযোগিতায় ।

আমাদের এই মেলায় ৩ ধরনের পুরস্কার প্রদান করা হয় উদ‍্যোক্তাদের উদ্দীপনাকে উদ্দীপ্ত করার জন‍্য।

(1)Best Seller (2) Innovative Idea of products of entrepreneurs (3) decoration of stall

(1) Best Seller

আলহামদুলিল্লাহ যারা Best Seller এ পুরস্কার পেয়েছেন – অবিশ্বাস্য অংকের বিক্রি করেছেন যা সক‍্যিই খুব গর্বের এবং আনন্দের। উনার Refilled perfume সহ আরো অনেক Products sell করেছেন যা ক্রেতাদের মনকে আকর্ষিত করেছিল

(2)Innovative Idea of Products –

Mushroom যা বাংলায় আমরা না জানা অনেক ব‍্যাঙের ছাতা বলি – সেই মাশরুম নিয়ে স্টল সাজিয়ে, মাশরুম পেইন্টের শারী পরে সবার দৃষ্টি এবং মনকে আকর্ষিত করেছিল “ জমজম মাশরুম “ এর উদ‍্যোক্তাগণ। লাবণ‍্য লতা, সাবিরা নীলা আপুদের নতুনত্ব মাশরুম খাবারের প্রোডাক্টের কেন্দ্রবিন্দুতে মাশরুম সবার আগ্রহ বৃদ্ধি করেছিল । বিশেষত মাশরুম স‍্যুপ, মাশরুম চা এবং ব্ল‍্যাক মাশরুম এর ব‍্যাপক চাহিদা লক্ষ‍্য করলাম

আর এই মাশরুমের পাশে মাশরুম চাষী যিনি একদম হস্তশিল্পের দক্ষ কারিগর Sabira Nila র ব‍্যক্তিগতভাবে পাটজাতপণ‍্যের তৈরি প্রোডাক্ট বাজারে ব‍্যাপক চাহিদা হচ্ছে যার প্রতি আমি নিজে আকৃষ্ট হয়ে Cat House নিয়ে এসেছি এবং আরো একটির অর্ডার দিয়েছি।

(3)Decoration Of Stall

খুব রঙীন মুখরোচক মজার খাবারে ভর্তি করে পরিপাটি আকর্ষণীয় টেবিল সাজিয়ে সবার দৃষ্টিকে আকর্ষিত করেছে Linda H Sarker আপুর Sweet Inc. এর টেবিলটি। অনেক রকমের, বৈচিত্র্যের কেক ডেজার্টগুলো ছিল অসাধারণ

গতকালের এই মেলায় সাফল‍্যের সফলতায় আমরা গর্বিত আনন্দিত এবং কৃতজ্ঞ । আপনাদের উদ‍্যোক্তাদের সাথে পথচলায় আমরা পাশে থেকে আরো অনেকদূর যেতে চাওয়ার আন্তরিক ইচ্ছায় লবী রহমান আপু আগামী ২০,২১ এবং ২২শে ফেব্রুয়ারি ২০২৫, ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে ৩ দিনের মেলার আয়োজন করেছেন।

আশা করি এবারো সবাইকে পাশে পাবো

ধন‍্যবাদান্তে

লবী রহমানস কুকিং ফাউন্ডেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *