বিগত ১৬ বছরের ঐতিহ্য ধরে রেখেও ব্যতিক্রমী প্রথম পদক্ষেপ “ ফেরিওয়ালী উদ্যোক্তা মেলা ২০২৪” অনুষ্ঠিত হয়ে গেল অত্যন্ত সফলতার সাথে জাকজমকময়ভাবে আপনার ঐকান্তিক চেষ্টায় আমাদের সম্মানিত সেন্ট্রাল কমিটির সদস্যদের সহযোগিতায় ।
আমাদের এই মেলায় ৩ ধরনের পুরস্কার প্রদান করা হয় উদ্যোক্তাদের উদ্দীপনাকে উদ্দীপ্ত করার জন্য।
(1)Best Seller (2) Innovative Idea of products of entrepreneurs (3) decoration of stall
(1) Best Seller –
আলহামদুলিল্লাহ যারা Best Seller এ পুরস্কার পেয়েছেন – অবিশ্বাস্য অংকের বিক্রি করেছেন যা সক্যিই খুব গর্বের এবং আনন্দের। উনার Refilled perfume সহ আরো অনেক Products sell করেছেন যা ক্রেতাদের মনকে আকর্ষিত করেছিল
(2)Innovative Idea of Products –
Mushroom যা বাংলায় আমরা না জানা অনেক ব্যাঙের ছাতা বলি – সেই মাশরুম নিয়ে স্টল সাজিয়ে, মাশরুম পেইন্টের শারী পরে সবার দৃষ্টি এবং মনকে আকর্ষিত করেছিল “ জমজম মাশরুম “ এর উদ্যোক্তাগণ। লাবণ্য লতা, সাবিরা নীলা আপুদের নতুনত্ব মাশরুম খাবারের প্রোডাক্টের কেন্দ্রবিন্দুতে মাশরুম সবার আগ্রহ বৃদ্ধি করেছিল । বিশেষত মাশরুম স্যুপ, মাশরুম চা এবং ব্ল্যাক মাশরুম এর ব্যাপক চাহিদা লক্ষ্য করলাম
আর এই মাশরুমের পাশে মাশরুম চাষী যিনি একদম হস্তশিল্পের দক্ষ কারিগর Sabira Nila র ব্যক্তিগতভাবে পাটজাতপণ্যের তৈরি প্রোডাক্ট বাজারে ব্যাপক চাহিদা হচ্ছে যার প্রতি আমি নিজে আকৃষ্ট হয়ে Cat House নিয়ে এসেছি এবং আরো একটির অর্ডার দিয়েছি।
(3)Decoration Of Stall –
খুব রঙীন মুখরোচক মজার খাবারে ভর্তি করে পরিপাটি আকর্ষণীয় টেবিল সাজিয়ে সবার দৃষ্টিকে আকর্ষিত করেছে Linda H Sarker আপুর Sweet Inc. এর টেবিলটি। অনেক রকমের, বৈচিত্র্যের কেক ডেজার্টগুলো ছিল অসাধারণ
গতকালের এই মেলায় সাফল্যের সফলতায় আমরা গর্বিত আনন্দিত এবং কৃতজ্ঞ । আপনাদের উদ্যোক্তাদের সাথে পথচলায় আমরা পাশে থেকে আরো অনেকদূর যেতে চাওয়ার আন্তরিক ইচ্ছায় লবী রহমান আপু আগামী ২০,২১ এবং ২২শে ফেব্রুয়ারি ২০২৫, ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে ৩ দিনের মেলার আয়োজন করেছেন।
আশা করি এবারো সবাইকে পাশে পাবো
ধন্যবাদান্তে
লবী রহমানস কুকিং ফাউন্ডেশন