মনিরা মোস্তফা মিতা ( মিতাদীপ )
ভাইস প্রেসিডেন্ট
লবী রহমান কুকিং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট – মনিরা মোস্তফা মিতা,( মিতাদীপ) ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করে রান্নার প্রতি আগ্রহের জন্য লেভেল ১, লেভাল ২ ( কুকিং, বেকিং) এবং লেভেল ৪ ( এসেসর পার্ট) সাফল্যের সাথে সমাপ্ত করে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসেসর হিসেবে নিয়োজিত হন। তিনি বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলো, যুগান্তর এবং আমাদের সময় তে নিয়মিত রেসিপি কন্ট্রিবিউট করেন। একসময় তিনি বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা সহ টিভি মিডিয়াতে ও রান্নার শো তে অংশগ্রহণ করতেন
পলিন ডি রোজারিও
ট্রেজারার
পলিন ডি রোজারিও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন এসেসর হিসেবে কর্মরত আছেন
লবি রহমান'স কুকিং ফাউন্ডেশনের ট্রেজারার হিসেবে নিয়োজিত আছেন। ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দশ বছর তিনি 'নারী অঙ্গন' নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেছেন।
রুমানা রহমান
জেনারেল সেক্রেটারি
লবী রহমান কুকিং ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি – রুমানা রহমান, কুকিং এবং বেকিং (আর পি এল) সফলতার সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি নিজের ট্রেইনিং সেন্টারে মাল্টি কুইজিনের উপর ক্লাসও নিয়ে থাকেন।
নাহিদ সুলতানা
জয়েন্ট সেক্রেটারি
নাম : নাহিদ সুলতানা সেরা (রন্ধন শিল্পী ২০১৭)
(ওনার অফ সাতরং কুকিং সেন্টার)
জয়েন্ট সেক্রেটারি
(লবী রহমান কুকিং ফাউন্ডেশন)