নারায়নগঞ্জ জেলার স্মরণীয় মুহুর্ত।



লবী রহমানস কুকিং ফাউন্ডেশন আয়োজিত পিঠা প্রতি্যোগিতা ২০২৪

নারায়নগন্জ জেলার আজকের স্মরণীয় মুহুর্ত

সফলতা ব্যর্থতা বুঝিনা শুধু বুঝি চেষ্টা করেছি কমিটিবিহীন খুব ছিমছাম পরিপাটি একটি অনুষ্ঠান সম্পন্ন করার জন্য , কিছু সাহায্য নিয়েছি নারায়নগন্জের পারভীন পান্না আপু, নিশাত, বান্ধবী নীলা মনোয়ার এবং ওয়াহিদা বৃষ্টি র – আমরা সবাই মিলেমিশে কাজ করেছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছে গ্রহণযোগ্য করতে পেরেছি

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অবশ্যই যারা ঢাকা থেকে যেয়ে সূক্ষ্ম বিচারকার্য সম্পন্ন করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদে
মনিরা মোস্তফা মিতা
ভাইস প্রেসিডেন্ট
লবী রহমানস কুকিং ফাউন্ডেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *